ঢাকা: বিএনপি জঙ্গি কর্মকাণ্ডে মদত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার শিল্পকলা একাডেমীর চারুকলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, কেন্দ্রীয় পরিষদ ১৫ আগস্ট এ আলোচনা সভার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, কল্যাণপুরের নিহত জঙ্গিদের বাবা-মা আজ পর্যন্ত তাদের মরদেহ নিতে আসেননি। অথচ বিএনপি তাদের নিয়ে মায়াকান্না করছে। বিএনপিই জঙ্গি কর্মকাণ্ডে মদত দিচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। ঠিক তখন খালেদা জিয়া দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক ন্যাক্কারজনক কর্মকাণ্ড করে যাচ্ছেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 44 - Today Page Visits: 1