সুমন চন্দ্র , বোচাগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাস ও জঙ্গিবাদের অপতৎপরতার বিরুদ্ধে আজ ১৭ আগষ্ট বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী সারাদেশের ন্যায় দিনাজপুরের বোচাগঞ্জেও মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, শিক্ষা অনুরাগী চিলড্রেন স্কুলের অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা মোঃ শাহজাহান সরকার, সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সাবেক শিক্ষক মোঃ আজিজুল হক রাজুল, আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, হলিলাইট স্কুলের চেয়ারম্যান কামরুল ইসলাম, হলিলাইট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হোসেন সুমন, সেতাবগঞ্জ প্রিক্যাডেড স্কুলের অধ্যক্ষ মোঃ সালাউদ্দীন জোয়াদ্দার, আইডিয়াল কিন্ডার গার্ঠেন স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, আল ইহসান ইসলামী স্কুলের পরিচালক মোঃ সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ। সভায় বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমে বাংলার মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমুল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বোচাগঞ্জে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন
Total Page Visits: 50 - Today Page Visits: 1