আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বেঈমান, মোনাফেক ও মীর জাফররা সরকার ও দলে এখনো ঘাপটিমেরে আছে’।
শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত শোক দিবস উপলক্ষে আয়োজিত এক স্বরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘এই বেঈমানদের কারণেই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছিল। এরা দলের শত্রু’।
বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথা বলে তার মরণোত্তর বিচারের দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। প্রকৃত পক্ষে জিয়া পাক দোসর। তাই স্বাধীনতার পর কিছু বেঈমান, মীর জাফরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুকে হত্যার চক্রান্ত করে। পরে খুনিদের আশ্রয় দিয়ে রেখেছিল। এই জন্য মেজর জিয়ার মরণোত্তর বিচার হওয়া প্রয়োজন।
সংগঠনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ড. দিপু মনি, জাহাঙ্গীর