ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগে। এ সময় শপিং মলের নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র ঠিকমতো কাজ করেনি। সোমবার বিকেলে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং আলমত পরীক্ষা করে দেখা যায়, শপিং মলের ষষ্ঠ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বিভিন্ন রাসায়নিক পদার্থে ধরে যায়। এ কারণে খুব সহজেই আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ আগুন লাগার ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসকে জানায়। তা ছাড়া শপিং মলের অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো ঠিকমতো কাজ করেনি। একই সঙ্গে সেখানে নিয়োজিত লোকজনও আগুন নেভাতে প্রথমদিকে ঠিকমতো কাজ করেনি বলে তদন্তে বেরিয়ে এসেছে। এসব কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে, যা নেভাতে বেগ পেতে হয়।
২১ আগস্ট পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। এর পরেই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অজিত কুমার ভৌমিককে প্রধান করে কমিটি করা হয়।