ঢাকা: কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে মীর কাসেম আলীকে বড়জোর সাত দিন সময় দেয়া হবে।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মীর কাসেমের রিভিউ আবেদন নাকচের রায়টি বুধবার সকালে তাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। সকালে কাশিমপুর কারা কর্তৃপক্ষ এই ক্ষমা প্রার্থনার বিষয়ে জামায়াত নেতার কাছে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি সময় নেয়ার কথা জানান।
দুপুরে মীর কাসেমের নয় স্বজন কারাগারে তার সঙ্গে দেখা করে এসে জানিয়েছেন, ছেলে আহমাদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে অভিযোগ করে তাকে ফিরিয়ে না দেয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন না এই জামায়াত নেতা।
মীর কাসেমের ছেলে আহমাদ বিন কাসেম গত ১০ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। জামায়াতের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীই তাকে ধরে নিয়েছে। কারা মহাপরিদর্শক ইফতেখার উদ্দিন আহমেদ জানান, টাইম দেয়া হবে সর্বোচ্চ সাতদিন।
কারা মহাপরিদর্শক জানান, দণ্ড কার্যকর হওয়ার আগে মীর কাসেম আলীর স্বজনরা আরও একবার তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।