২৯শে আগস্ট (সোমবার) বিকেলে দলের সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা যায়। বার্তায় বলা হয়, এজেডএম রেজওয়ানুল হক-আহ্বায়ক, মো. লুৎফর রহমান মিন্টু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছাম্মদ রেজিনা ইসলাম, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, মোঃ খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মোঃ হাসানুজ্জামান উজ্জল, অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী এবং মোঃ মোকারম হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে বিএনপি দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ লুৎফর রহমান মিন্টু আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটির চিঠি নবগঠিত কমিটির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক হাতে পেয়েছেন।
এ দিকে দিনাজপুরে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা দেয়ায় পার্টি অফিস অবরুদ্ধ করে রেখেছে পদ বঞ্চিত নেতৃবৃন্দ। ৩০শে আগস্ট (মঙ্গলবার) দুপুরে জেলা বিএনপি’র পদবঞ্চিত সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ করে এবং রুমে তালা লাগিয়ে দেয়।
পদ বঞ্চিত নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করেছেন।