আন্তর্জাতিক ডেস্ক:শনিবার উজবেকিস্তানের প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম করিমভকে তাঁর নিজস্ব বাসভূমি সামারখন্ডে সমাহিত করা হয়। শত শত লোকের জমায়েতে শেষকৃত্য অনুষ্ঠানে মুফতি উচ্চারণ করেন “ইসলাম করিমভ জনগণের সেবায় নিবেদিত ছিলেন”। সামারখন্ডের শাহী জিন্দা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।
হাজার হাজার জনতা শনিবার তাসখেন্টের রাস্তায় সারিবদ্ধ হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বেশ কিছুদিন ধরে কমায় ছিলেন। তিনি ক্ষমতায় আসীন ছিলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে।
এর আগে উজবেকিস্তান সরকারী এক বিবৃতিতে জানায়, উজবেকিস্তানের প্রেসিডেন্টর শারীরিক অবস্থা আশংকা জনক।
পাঠকের মতামত...
Total Page Visits: 82 - Today Page Visits: 1