সাভার প্রতিনিধি: আশুলিয়ায় বিকাশের দুই কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত শুভ ও জাহাঙ্গীর আলম নামে দুই বিকাশকর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকেলে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শুভ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি জামগড়া একটি ভাড়া বাড়িতে থাকতন। আর জাহাঙ্গীর বগুড়ার লোকমান হোসেনের ছেলে।
আহত শুভর মামা আদিল জানান, শুভ ও জাহাঙ্গীর মোটরসাইকেলে করে এজেন্টদের কাছ থেকে টাকা তুলে আশুলিয়ার বিকাশ অফিসে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে টাকা ছিনতাই চেষ্টা চালায়। এসময় তারা বাঁধা দিলে দুজনের ডান পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায তারা।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফএম সায়েদ জানান, পুরো এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালোনো হচ্ছে।