হেলাল আহমদ হেলাল, ছাতকঃ
ছাতকে সিংচাপইড় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুর ২টায় ইউনিয়নের পরগনা বাজারে জিয়াপুর ও পুরান সিংচাপইড় গ্রামের প্রায় দেড় শতাধিক গরীব ও দুস্থ লোকদের মধ্যে গুড়, তেল, ময়দাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সিংচাপইড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. আবু তাহের, জামায়াত নেতা ফারুখ আহমদ, আব্দুল হামিদ, লিয়াকত আলী রিপন, মো. মখছদ মিয়া, আয়াজুল হকসহ স্থানীয় কয়েক শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 61 - Today Page Visits: 1