বিনোদন ডেস্ক: দীপিকা পাডুকোন। পর্দা কাঁপানো অভিনেত্রী। চলচ্চিত্র জগতে যারা খোঁজ রাখেন তারা সবাই এক নামেই তাকে চিনবেন। শাহরুখ খানের সাথে ওম শান্তি ওম সিনেমা দিয়ে বলিউডে পা রেখে ছিলেন তিনি।
সবার জীবনে কিছু না কিছু গোপন বিষয় থাকে ঠিক তেমনি দীপিকারও রয়েছে কিছু গোপন বিষয়। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজের একজন সাংবাদিক নিহার পাণ্ডে নামক এক ব্যক্তির সাক্ষাৎকার নেন। আর সেখানেই উঠে আসে নতুন ঘটনা।
নিহার পাণ্ডে হলেন দীপিকার প্রথম বয়ফ্রেন্ড যার সাথে দীপিকার পারিচয় ব্যাঙ্গালুরোতে যখন দীপিকা একটি নাট্যস্কুলে পড়তো। সেটা ছিল তার মডেলিং জীবনের প্রথম যুগ।
নিহার জানান, তাদের প্রথম সাক্ষাতেই একে অপরকে ভালোবেসে ফেলেন। তিনি বলেন, আমরা যখন দেখা করতাম তখন একে অপরকে জড়িয়ে ধরে কিস করতাম আর সেটা ছিল এক অন্যরকম মূহুর্ত।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের এখনো মাঝে মাঝে যোগাযোগ হয়।আমরা খুব ভাল বন্ধু।