আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রন কতৃপক্ষ বিদেশী চ্যানেল প্রচারের ব্যাপারে কঠোর নীতিমালা আরোপ করেছে। এর অংশ হিসেবে সকল ভারতীয় চ্যানেল পাকিস্তানে সম্প্রচার বন্ধ হয়ে যাবে। এই পদক্ষেপ আগামি মাস থেকে কার্যকর হবে বলে জানা গেছে। রিপোর্ট ডন।
পাকিস্তান ইলেক্ট্রিক বোর্ডের চেয়ারম্যান আবসার আলম জানান, সকল ক্যাবল অপারেটর এবং স্যাটেলাইট চ্যানেলকে আইনি সমস্যাগুলো সমাধানের জন্য যথেষ্ঠ পরিমান সময় দেয়া হবে। আগামী ১৫ই অক্টোবরের পর থেকে আইন টি কার্যকর করা হবে। এবং এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, ভারতীয় ডিটিএইস বিক্রেতাদের ঠেকানোর জন্য দ্রুত এই পদক্ষেপ কার্যকর করা হবে।
আলম আর জানান, পাকিস্তানে প্রায় ত্রিশ লক্ষাধিক ডিটিএইচ গ্রাহক আছে। আমরা শুধু সেগুলো বন্ধ করব না যাতে আর কেউ এটা ব্যাবহার এবং ডিটিএইচ ব্যাবসা করতে না পারে সে জন্য কঠিন ব্যাবস্থা গ্রহণ করব।
তিনি বলেন, এ ব্যাপারে সকল ক্যয়াবল অপারেটর ও পাকিস্তান সম্প্রচার কতৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।