মোঃফয়সাল শিকদার: পবিত্র ঈদুল আযহার আর এক সপ্তাহও বাকি নেই। কিন্তু এর মধ্যেও জমে উঠেনি বরিশালের ছোট বড় দোকান গুলো । নির্ধারিত মূল্যের অর্ধেক ছাড় দিয়েও খরা কাটছে না কেনাকাটায়। ব্যাবসায়ীরা বলছেন কোরবানির ঈদে এমনিতেই ক্রেতা সমাগম কম হয়। সবাই ছুটে পশুর হাটে। তারপরও ঈদের বাকি দিনগুলো নিয়ে আশাবাদী তারা। বলছেন এরই মধ্যে রোজার ঈদের তুলনায় কম হলেও ক্রেতার দেখা পাবেন তারা। ঈদুল আযহার প্রধান আকর্ষন কোরবানীর পশুর দাম এবার গত কয়েক বছরের তুলনায় বেশী হওয়ায় অনেকেই এখনো কোরবানীর পশু কিনতে পারেননি। অপরদিকে কাপড়ের দোকানগুলোতে ব্যবসায়ীরা প্রচুর মালামাল এনে দোকানে সাজিয়ে রাখলেও কাঙ্খিত বিক্রি হচ্ছে না। দুই-একটি দোকান ছাড়া অধিকাংশ দোকানেই আশানুরূপ বিক্রি নেই। ফুটপাতের কাপড়ের দোকানেও বেচাকেনা জমেনি। কাপড় জুতা ও প্রসাদনীতে এবার মন্দা ভাব থাকলেও বাধ্য হয়ে কোরবানীর পশুর রান্নার সরঞ্জামের দোকানগুলোতে ভীড় লক্ষ্য করা যাচ্ছে।কোরবানির পশু জবাইয়ের জন্য দা, চুরি কিনতে কামারদের দোকানেও ভীড় জমেছে। সেই সাথে মসলার দোকানগুলোতে জমজমাট বেচাকেনা হচ্ছে। নগরীর সিটি মার্কেটের ব্যাবসায়ীরা বলেন,অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাকেনা খুবই কম বেচাকেনা নেই বললেই চলে। তবে শেষ মুহুতে কিছুটা হলেও বেচাকেনা হবে মনে করেন তারা।

বরিশালে ঈদের কেনাকাটায় খরা, চলছে ছাড়ের মহড়া
Total Page Visits: 33 - Today Page Visits: 1