স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে দুই টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে খেলতে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ইংল্যান্ড। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে দলের ঘোষণা দেয়া হয়। সফরে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেবেন অধিনায়ক অ্যালিস্টার কুক।
দলে থাকছেন আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছরের ল্যাংকাশায়ার ওপেনিং ব্যাটসম্যান হাসিব হামিদ, নর্দাম্পটশায়ারের ব্যাটসম্যান বেন ডাকেট ও সারের অল রাউন্ডার জাফর আনসারি।
দল ঘোষণার সবচেয়ে বড় চমক ১১ বছর পর মাঠে ফেরা ৩৯ বছরের অফ স্পিনার গ্যারেথ ব্যাটি।
অন্যদিকে ওয়ানডে দলের নেতৃত্বে রয়েছেন জস বাটলার। বাটলার ফাস্ট বোলার মার্ক উডের সাথে টেস্ট দলে ফিরেছেন।
ওয়ানডে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে ব্যাটসম্যান জো রুটকে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন জেমস ভিনস। অবশ্য আছেন ওয়ানডে দলে।
এদিকে ওয়ানডে অধিনায়ক এউইন মরগ্যান ও ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস সফরে আসছেন না।
আর বাংলাদেশে আসার আগ্রহ দেখালেও ইয়ান বেল ও ক্রিস জর্ডানকে দলে নেননি নির্বাচকেরা।
টেস্ট দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জ্যাক বেল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।