বেনাপোল প্রতিনিধি(যশোর): মিডিয়ায় খবর প্রকাশের সপ্তাহের মাথায় ২৬ ব্যাটালিয়নের বিজিবি সদস্যারা শার্শার নাভারন বাজারে প্রায় দুই কোটি টাকা মূল্যের শুল্কফাঁকি পন্যে আটক করার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের তৎপরতার প্রমান মিললো । শার্শা ও তার পাশ^বর্তী এলাকা, সাতহ্মীরার ভোমরা স্টেশন ও মংলা স্টেশনের কিছু অসাধু ব্যবসায়ী ,প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্র বৈধ্য পন্থা ও অবৈধ্য পন্থায় বিশেষ কৌশলে বছরের দুটি ঈদে বাড়তি মুনাফার লোভে সরকারী রাজস্ব ফাঁকি দেওয়ার মত বড় অপকর্ম করে থাকে।গত শুক্রবার রাতে শার্শা এলাকার নাভারন বাজারে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের পন্য আটক করেছেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। দীর্ঘ সময় ধরে বিজিবি আটক কৃত মালামাল পরিহ্মা নিরিহ্মা করে পরিবহন সেক্টরের লোক জনের জিঙ্গাসা শেষে মালামালের সঠিক হিসাব নিকাশ মিলিয়ে মঙ্গলবার দুপুরে বিজিবির এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে আটককৃত পন্য অবৈধ্য বলে নিশ্চিত করে এবং সে গুলো যশোর কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যটালিয়নের ভার প্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ লিয়াকত আলী। আটককৃত পন্যের মধ্যে বিভিন্ন গাড়ীর যন্ত্রাংশ ,কসমেটিক্স ইমিটেশন ও চিকিৎসা সামগ্রী রয়েছে। শুল্ক ফাকি বাজ ও চোরাকারবারীরা তাদের পন্য নির্বিঘেœ দেশের বিভিন্ন স্থানে পৌছাতে ব্যবহার করছে কুরিয়ার সার্ভিস, যাত্রী পরিবহন, গরুর ট্রাক এমনকি এম্বুল্যন্স। তাদের এই অপকর্মে প্রত্যহ্ম ও পরোহ্ম্য ভাবে সহোযোগীতা করছে সরকারের প্রশাসন যন্ত্র। ছোট খাট দু একটি চালান ধরা পড়লেও বেশীর ভাগ চালান পৌছে যাচ্ছে বহাল তবিয়তে ।রাজস্ব আহোরনে দেশ পিছিয়ে পড়লেও নিজের পকেট ভরেই তুস্ট এই শ্রেনীর ঘৃনীত পেশাজীবী মানুষগুলো।

বেনাপোলে দুই কোটি টাকা মূল্যের শুল্কফাঁকি পন্যে আটক
Total Page Visits: 74 - Today Page Visits: 1