পাটুরিয়া ও গোয়ালন্দ পয়েন্টের দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু করছে সরকার। এ প্রকল্পের কাজ দেরিতে শুরু হওয়া এবং সেতুর কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ব্যয় বড়ছে প্রকল্পটিতে।
সেতু বিভাগ সূত্রে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বর্তমানে দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১২১ কোটি ৩৮ লাখ টাকা। কিন্ত এ প্রকল্পর কাজ দেরিতে শুরু হওয়ায় ব্যয় বাড়বে।
প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) ও উন্নয়ন প্রকল্প ছক (ডিপিপি) ২০০৯ সালের ২৬ আগস্ট পরিকল্পনা কমিশন নীতিগতভাবে অনুমোদন করে। ২০১১ সালের ২৭ অক্টোবর মন্ত্রীসভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে ২০১৩ সালের শুরুতে দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ শুরু করার কথা ছিল। দু’বছর পার হলেও এখনও তেমন ভাবে এর কাজ শুরু করা যায়নি।
জানা গেছে, নির্মাণ কাজ শেষে সেতুর ওপর চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দ্বারা ঋণ পরিশোধ করা হবে। দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার প্রায় ৫ কোটি মানুষের যাতায়াত ব্যবস্থাসহ তাদের আর্থ-সামাজিক উন্নয়নের সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।