নিউজ ডেস্ক: হলফ করে বলা যায় এমন নাচ আপনি এর আগে দেখেননি। এটাই সম্ভবত সর্বকালের সেরা বেলি ড্যান্স। বিশ্বে এরকম বেলি ড্যান্স নাকি এর আগে কেউ কখনও করেনি। ইন্টারনেটে এই বেলি ড্যান্সের ভিডিও শেয়ার হতেই কার্যত ‘বিস্ফোরণ’ ঘটেছে। এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন কমপক্ষে ১ কোটি ৭০ লক্ষ মানুষ।–এবেলা।
শিল্পীর নাম নাটালি হে। মধ্য প্রাচ্যের এই ড্যান্সার ইতিমধ্যেই নেট দুনিয়ায় সেনসেশন তৈরি করেছেন। বাহবা কুড়িয়েছে তাঁর প্রত্যেকটি ‘মুভ’। নাটালির বডি ফ্লেক্সিবিলিটি দেখলে তাক লেগে যায়।
বিশ্ব কাঁপানো সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
পাঠকের মতামত...
Total Page Visits: 65 - Today Page Visits: 3