হাসান তামিম, বেনাপোল প্রতিনিধিঃ প্রেমের টানে গত ১ বছরের ও বেশী সময় আগে ভারত হতে পালিয়ে আসা তিন ভারতীয় যুবতীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে অাজ সকালে ভারতে তাদের অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে। কিছু দিন আগে তাদের সাথে পািলয়ে আসা তিন যুবককে একই প্রক্রিয়ায় বেনাপোল চেকপোস্ট দিয়েই ভারতে পাঠানো হয়। হাইকমিশনের ফাষ্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।আটক তরুনীরা হলো ভারতের হাবড়া এলাকার শালথিয়া পালপাড়া গ্রামের শ্যাম শিকদারের মেয়ে শিবানী শিকদার (১৬) ফুলতলা বিশ্বাসপাড়া গ্রামের অতুল অধিকারির মেয়ে মিতালী অধিকারি (১৬) ও একই এলাকার শালথীয়া গ্রামের অশিত বিশ্বাসের মেয়ে হেমা বিশ্বাস (১৫) বেনাপোল ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান, গত বছর তিন কিশোর এবং ৩ কিশোরী ভারত থেকে প্রেম ঘটিত সম্পর্কে পালিয়ে বাংলাদেশে এসে খুলনায় পুলিশের কাছে বৈধ কাগজপত্র না থাকায় ধরা পড়ে।পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। পরে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালা চালির পরে গত মাসে ২ কিশোর বেনাপোল হয়ে নিজ দেশে ফেরত যায়। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করতে বিলম্ব হওয়ায় তিন কিশোরী আজ বেনাপোাল চেকপোষ্ট দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হলো। তিনি জানান, আমরা বাংলাদেশের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছি।সেখান হতে স্ব স্ব অভিভাবকের কাছে যুবতীদের হস্তান্তর করা হবে।

ভারত হতে পালিয়ে আসা৩ যুবতীকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হয়েছে
Total Page Visits: 49 - Today Page Visits: 1