ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপূর গ্রামে (১০সেপ্টেম্বর) শুক্রবার রাতে আগুনে পুড়ে সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন বাড়ির একটি ঘরে মশার কয়েল জ¦ালিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোন এক সময় কয়েল থেকে প্রথমে তুষকে ও পড়ে বৃদ্ধার গায়ে আগুণ লেগে ঘুমন্ত অবস্থায় মারা যান। সকালে এক প্রতিবেশি গরু নিয়ে মাঠে যাওয়ার সময় দেখেন ওই ঘর থেকে ধোয়া বের হচ্ছে। পরে ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় চেয়ারম্যান আশরাফুল আলম জানান, সুফিয়া বাড়িতে একাই থাকতো, মশার কয়েল এর আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে।
পাঠকের মতামত...
Total Page Visits: 47 - Today Page Visits: 2