ঢাকা: ভাড়াটিয়াদের তথ্য গোপন করলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর রমনা থানায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা সিআইএমএস সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, “বাড়িভাড়া দেয়ার সময় অবশ্যই ভাড়াটিয়ার ছবি, ভোটার আইডিকার্ড ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে বাড়ি ভাড়া দিবেন এবং এর একটি কপি থানায় জমা দিবেন”।যারা ভাড়াটিয়াদের তথ্য গোপন করবেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ভাড়াটিয়াদের তথ্য প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মধ্যে যে অভূতপূর্ব সাড়া ও স্বতস্ফূর্ততা আমরা দেখেছি সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
পাঠকের মতামত...
Total Page Visits: 43 - Today Page Visits: 1