মো:ফয়সাল শিকদার,বরিশাল ।। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে মেঘনা নদীর তীরের বাঁধে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
উলানিয়া বাজারের বাসিন্দা মো. হাসান বলেন, জাল দিয়ে হাত-পা বাধা অবস্থায় নগ্ন মৃতদেহটি মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে মেঘনা নদীর বাঁধে আটকে থাকে। স্থানীয়রা খবর দিলে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফয়েজ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ নিয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইন চার্জ উজ্জ্বল কুমার দে বলেন, লাশের মুখমণ্ডলে রক্তের দাগ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় মামলা হবে এবং যুবকের পরিচয় জানার জন্য নিকটবর্তী থানায় খবর দেওয়া হবে।