ঢাকা: রাজধানীর রুপনগরে পুলিশির জঙ্গি অভিযানে গুলশান ও শোলকিয়া হামলার প্রশিক্ষন জঙ্গি মুরাদ নিহত হয়েছেন। এসময় আহতে হয়েছেন পুলিশের ৩ সদস্য। আহতরা হলেন, ওসি শহীদ ফকির ও শাহীন ফকির। আহদের প্রথমে ঢাকা মেডিকেল পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
প্রথম পুলিশ নাম প্রকাশ না করলেও ঘটনার কিছুক্ষন পর নিহত জঙ্গির নাম ও পরিচয় প্রকাশ করেছে।
গত ২৮ আগস্ট ওই বাড়িতে গেলে গোয়েন্দা পুলিশ দেখতে পায় যে, বাড়িটি তালা মারা। তবে ভেতরে জিনিসপত্র রয়েছে। এরপর গোয়েন্দারা কোনো কিছুতে হাত না দিয়ে বাড়িওয়ালাকে বলে আসেন ওই ব্যক্তি জিনিসপত্র নিতে আসলে যেন পুলিশ ও ডিবিকে জানানো হয়। ওই জঙ্গি ফিরে এলে বাড়িওয়ালা তাৎক্ষণিক রূপনগর থানা-পুলিশকে জানান।
খবর পেয়ে ওই বাড়িতে গেলে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায় মুরাদ ওরফে জাহাঙ্গীর। এতে রূপনগর থানার দুই পরিদর্শকসহ কয়েকজন আহত হন। আহত দুই পরিদর্শককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।