মুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট হচ্ছে শুধুমাত্র দুর্বল চালকদের কারণে। এছাড়া ঈদুল আযহায় পশুবাহী ফিটনেসবিহীন গাড়ি এবং রাস্তায় বিকল হয়ে পড়াও যানজটের একটা কারণ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার সড়ক ও মহাসড়কে কোথাও যানজট হবে না।
রোববার বেলা দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএ-এর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ সারা দেশের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এতে কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবারের ঈদ যাত্রা আরামদায়ক হবে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারবে। আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
পাঠকের মতামত...
Total Page Visits: 37 - Today Page Visits: 1