ঢাকা: ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, হাইকোর্টের আদেশে গত বুধবার থেকে বিচারিক তদন্ত কাজ শুরু করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান। এর মধ্যে প্রকাশিত সংবাদের কপি চেয়ে বিভিন্ন সংবাদপত্র ও টিভিতে চিঠি পাঠানো হয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে পুরো ঘটনা বিচারিক তদন্তে গত ১০ অগাস্ট নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
তিন মাস আগের ওই ঘটনা তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আগামী ৩ নভেম্বরে মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৬ নভেম্বর প্রয়োজনীয় আদেশের জন্য বিষয়টি আসবে বলে আদেশে জানায় হাইকোর্ট।