জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) প্রশ্নবিদ্ধ করে লাভবান হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বলেছেন, “ভুল রাজনীতি, ভুল সিদ্ধান্তের কারণে জনগণের কাছ থেকে বিএনপি প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের হার মেনে নেওয়ার মানসিকতা তাদের নেই। এখন কোন ইস্যু না থাকায় ইসিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তাদের প্রতি আমার অনুরোধ-নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে লাভবান হওয়া যাবে না।”
আজ মঙ্গলবার রাজধানীর আজিমপুরে ঢাকা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত এক আয়োজন সভায় হানিফ এসব কথা বলেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 31 - Today Page Visits: 1