এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানী করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে মার্কেট নির্মাণের জন্য ভেঙে ফেলা স্কুলের সীমানা প্রাচীর দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের ভেতরে থাকা খেলার মাঠের আকৃতি ও প্রকৃতি পরিবর্তন না করতেও নির্দেশ দেওয়া হয়।
স্কুলের ভেতর খেলার মাঠে বেআইনিভাবে বাণিজ্যিক মার্কেট নির্মাণ রোধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছেন আদালত।
আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার, পরিকল্পনা, শিক্ষাসচিব ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে রিট করেন এলাকার স্থানীয় বাসিন্দা আবুল কালাম চৌধুরী।