বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করবেন বেগম খালেদা জিয়া।
আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় (বাদ আসর) বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
বিষয়টি বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার।
সামসুদ্দিন দিদার জানান, এছাড়া নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বিকালে বেগম খালেদা জিয়ার গুলশান বাস ভবনে দোয়া ও মিলাদ, বাদ মাগরিব বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, মরহুমের সতীর্থ, শুভাকাঙ্খী সাবেক খেলোয়াড়, ক্রীড়াবিদরা বনানী কবরস্থানে অসহায়দের মাঝে খাবার বিতরণ করবেন। এছাড়া মরহুমের বনানীস্থ কবর পাড়ে, বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনে এবং গুলশান কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতমের আয়োজন করা হয়েছে।