আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে চুরি করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে চোরাই মোটরসাইকেলসহ দুই জন মোটরসাইকেল চোরদলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশ উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের জনৈক আনিছুরের ইটভাটার সন্নিকটে সৈয়দপুর থেকে পার্বতীপুরে আসার পথে তাদের গ্রেফতার করে। ধৃতরা হচ্ছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কয়াগোলাহাট (শাহিন কাউন্সিলরের বাড়ীর পার্শ্বে) এলাকার নুর ইসলাম ওরফে বাবুর পুত্র হামিদুল ইসলাম ওরফে মানিক (২৮) ও মৃত আফাজ উদ্দিনের পুত্র মিজানুর রহমান ওরফে আজাদ (২৩)। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ১০০ সিসি’র লাল রংয়ের হিরো স্প্রিন্ডার মোটারসাইকেল যার রেজিঃ নং রংপুর-হ-১১-৪৪৬০। যার মূল্য ৮৫ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

চোরাই মোটরসাইকেলসহ দুই জন আটক
Total Page Visits: 27 - Today Page Visits: 1