মো. আসাদুজ্জামান,বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলা সদরের গোডাউন সড়কে জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য দেলোয়ারা হামিদের বাসায় অভিযান চালিয়ে ৭পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাজাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে তালতলী থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধা সাড়ে সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দেলোয়ারা হামিদের বাসায় ইয়াবা কেনা বেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে দেলোয়ারা হামিদের নাতিসহ চার জনকে আটক করে।
আটক কৃতরা হলেন, দেলোয়ারা হামিদের নাতী রিদয় ইসলাম (১৯), তালতলী উপজেলার মোমেশে পাড়া গ্রামের শাহআলম বেপারির ছেলে মো. শাওন (১৯), বরগুনা সদর উপজেলার কলাতলা গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে মো. আল-আমিন (১৯), ও বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের জাকির শিকদারের ছেলে মর্তুজা বিন আহম্মেদ শাওন (২০)কে আটক করে। রবিবার সকালে তাদের আমতলী আদালতে নেয়া হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরন করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৭পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাজাসহ চার জনকে আটক করেছে । পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।