নরসিংদীতে মজিবুর রহমান (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে রায়পুরা উপজেলার তুলাতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মজিবুর রহমান অলিপুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বর্তমান সদস্য এবং তুলাতলী গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান,মজিবুর রহমান তুলাতলী বাজার থেকে গরুর জন্য ভূসি কিনে তার নিজ বাড়িতে ফিরছিলেন। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রায়পুরা-মরজাল সড়কের বাড়ির পাশে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে বলে জানা যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।