এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতার শিয়ালীকান্দা গ্রামে কমল কুমার পাড়ই (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে ময়ান তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে এস আই উজ্জল কুমার বিশ্বাস জানায়। পুলিশ জানান, উক্ত গ্রামের সরবেশ কুমার পাড়ই এর পুত্র কমল কুমার পাড়ই প্রতি রাতের ন্যায় তার ঘরে ঘুমাতে যায়। পরিবারের সদস্যরা সকালে তার মৃত দেহ ঝুলতে দেখে। পরিবার জানায়, সে ঘরের আড়ার সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষনিক জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃতু মামলা হয়েছে।
পাঠকের মতামত...
Total Page Visits: 45 - Today Page Visits: 2