নিজস্ব প্রতিবেদক ॥ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রকে মারধর করাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
টেক্সটাইল ইঞ্জনিয়ারিং কলেজের ছাত্র সাদ্দাম হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তৃতীয় বর্ষের ছাত্র শাকিলসহ ৩/৪ জন কাজিপাড়া সড়কের সামনে শাহ আলমের হোটেলে পুড়ি খেতে যায়। খাবার শেষে বিল দেয়ার সময় হোটেল মালিকের ছেলে আলভীর সাথে ধাক্কা লাগে। এনিয়ে সেখানে তর্কবিতর্কের এক পর্যায় শাকিলকে মারধর করে হোটেল মালিকের ছেলে। এতে শাকিলের মাথা ফেটে যায়। দ্রুত তাকে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী থানার এসআই আবু তাহের জানান, শাকিলের উপর হামলার খবর পেয়ে কতিপয় ছাত্র পুনরায় ওই খাবার হোটেলে হামলা করতে যায়। হোটেলে কাউকে না পেয়ে তারা সড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা সড়কের মাঝে বাশ ফেলে যানবাহন আটকে দেয়। এতে করে ঢাকা-বরিশাল মহাসড়ক ও এর আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।