বাংলার কন্ঠস্বর ॥ নকলের বিরুদ্ধে সোচ্চার কেবল শিক্ষকদের হলেই হবেনা। নকল বন্ধে দরকার সকলের সম্মিলিত সহযোগীতা। শিক্ষার্থীদের সবার আগে সচেতন করতে হবে। তাদের বুঝতে হবে নকল করে পরীক্ষায় পাস করা যায় ঠিকই কিন্তু ভাল ফলাফল আনা যায়না। পাস আর ভাল ফলাফলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। শুক্রবার সকাল ১০টায় বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত নকল বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
তিনি আরো বলেন, শুধু মাত্র সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবেনা, মেধাবী হতে হবে। আজকের এই মেধাবীরাই এক সময় দেশের সম্পদে পরিনত হবে।
২০১৭ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে নগরীতে এই নকল বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক ড. মোঃ মুরাদ হোসেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম মৃধা।