বরিশাল: বরিশাল নগরীর আমতলা মোড় এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ সদস্য রয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) রাতে মহানগর পুলিশ এ তথ্য জানায়। এর আগে সকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মায়ানমারের বালিবাজার এলাকার সৈয়দ হোসেন (৪৫) ও তার মেয়ে ইয়াসমিন (১৭), নাপপুরার মো. হোসেন আহম্মেদ (২৯) এবং তার বোন আমিনা খাতুন (১৬)। তাদের প্রত্যেকের বাড়ি মায়ানমারে।
কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আউয়াল জানান, নগরীর আমতলা মোড় এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। যাত্রীদের সঙ্গে কথা বললে চারজনের কথা শুনে বোঝা যায় তারা এ দেশের নন। জিজ্ঞাসাবাদে চারজন স্বীকার করেন তাদের বাড়ি মায়ানমারে, ক’দিন আগে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে।
টেকনাফে বাংলাদেশ সরকারের আশ্রয়কেন্দ্রে তাদের পাঠানো হবে, জানান এএসআই আউয়াল।