মোঃফয়সাল শিকদার ।।
সুন্দর নগরী সুন্দর রাখার জন্য এ যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এটি বাংলাদেশের নজির বিহীন ঘটনা এবং ভবিষ্যৎতে অনুকরণীয় হয়ে থাকবে। গত কাল রাতে সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ তার ব্যক্তিগত ফেইস বুক ফ্যন পেইজের ওওয়ালে একটি পোষ্ট করে জানান পোষ্টিটি সরাসরি তুলে ধরা হল (বরিশাল নগরীর বিভিন্ন স্থানে আমার ছবি সম্বলিত বিভিন্ন কর্মসূচি ও উৎসবের ব্যানার ফেস্টুন স্থাপন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নগরীর সৌন্দর্য রক্ষার্থে আগামি ২৫ জানুয়ারী ২০১৭ এর মধ্যে স্থাপিত সকল ব্যানার ফেস্টুনগুলো যার যার নিজ দায়িতে অপসারণ করার জন্য অনুরোধ করা হল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে না নেয়া হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অপসারন করা হবে। অনুরোধক্রমে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্) বরিশাল মহানগর আওয়ামীলীগ এর তরুন নেতৃত্ব নির্ভর তারই প্রমান সরুপ সদ্য ঘোষিত বরিশাল মহানগর আওয়ামীলীগ এর কমিটি এই কমিটির ৮০ ভাগ পদ তরুন নেতৃত্বর দখলে। সাবেক মেয়র শওকত হোসেনর মৃত্যুরর বরিশাল মহানগর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন অবিভাবকহীন হয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়তে থাকে বরিশাল মহানগর আওয়ামীলীগ এর কর্মকান্ড তখনই শক্ত হাতে হাল ধরেন তারুণ্যের অহংকার যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ নিজের রাজনৈতীক বুদ্ধিমত্বা দিয়ে অগোছালো মহানগর আওয়ামীলীগ একত্রিত করেন চাঙ্গা করে তোলেন এই মহানগর আওয়ামীলীগের এই নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ তার প্রতিটি কর্মকান্ড কর্মীদের জন্য অনুকরণীয় । তৃনমূল নেতা কর্মীদের সাথে কথা বলে জানাযায় সাদিক আব্দুল্লাহ্ আমাদের জন্য এবং বরিশাল মহানগর আওয়ামীলীগের জন্য আশীর্বাদ আমরা এই নেতাকে পেয়ে আনন্দিত আমারা যারা অবহেলিত ছিলাম তার জন্য রাজনীতিতে সম্মান জনক স্থানে আসতে পেরেছি সর্বোপরি সে একজন জনবান্ধব এবং কর্মী বান্ধব এই নেতার কাছ থেকে দল অনেক ভাল কিছু আশা করে। এ ব্যপারে সাদিক আব্দুল্লাহ্’র সাথে কথা বললে তিনি বলেন আমাদের নগরী সুন্দর রাখার দায়িত্ব আমাদের তাই নগরীর সৌন্দর্য় বহাল রাখার জন্য এই প্রচেষ্টা তিনি আরো বলেন সবাই মিলেমিশে কাজ করলে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রাহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব সকল নেতা কর্মী এবং জনগনের প্রতি এই আহবান জানান।