এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের চিতলমারীতে সাত ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে উপজেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন মূলক কাজের মনিটরিং ও বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাশেদ শেখের সভাপতিত্বে সাত ইউনিয়নের ৬৩ জন ইউপি সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিত ছিলেন। সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ বলেন, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ডিজিটাল চিতলমারী গঠনে গ্রামীণ অবকাঠামোর মাধ্যমে ইউপি সদস্যদের সার্বিক তত্ত¡াবধানে উন্নয়নমূলক কর্মকান্ড তরান্বিত করতে হবে। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রীনা রাণী হীরা, গোরা চাঁদ ঘোষ, ইব্রাহীম মুন্সী, চান্নু শেখ, মিজানুর রহমানও নাইম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপির ১,২,ও ৩ নং ওয়ার্ডের সদস্যা মিসেস রেহানা আলমসহ অনেকে। এ সময় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বাগেরহাটে ইউপি সদস্যদের সাতে মত বিনিময় সভা
Total Page Visits: 47 - Today Page Visits: 1