বেনাপোল হতে হাসানতামিম: সারাদেশের ন্যায় বেনাপোলে ব্যাপক জাক জমকতা,উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭। সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কাস্টমস দিবসের উদ্ভোদন করেন।দিবস টি উপলহ্ম্যে সকাল ১০ টার সময় বেনাপোল কাস্টমস হাউস হতে বর্নাঢ্য এক র্যালি র্যালি বের হয়ে বাজার প্রদর্শন শেষে কাস্টমস হাউসে গিয়ে শেষ করেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ এর এবারের প্রতিপাদ্য বিষয় ” ডাটা এন্যালাইসেস” বেনাপোল কাস্টমস কতৃপহ্ম কতৃক আয়োজিত বর্নাঢ্য র্যালি তে অংশ নেন তথ্য মন্ত্রীর ইনুর সাথে ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহবুবুর রহমান,চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), যশোরের জেলা প্রশাসক,যশোর কাস্টমস হাউসের কমিশনার মোঃ জামাল হোসেন,বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার শওকাত হোসেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নূরুজ্জামান,শার্শা উপজেলা কর্মকর্তা ,বেনাপোল পৌর মেয়র,সি এন্ড,এফ এজেন্ট এ্যাসোসিয়েশান সভাপতি-সাধারন সম্পাদক, বেনাপোল কাস্টমস হাউসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন এ্যসোশিয়েশান নেতৃবৃন্দ ও বেনাপোলের রাজনৈতিক নেতৃবৃন্দ।দিন ব্যাপী নানা কর্মসূচীতে বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবসটি পালিত হবে বলে কাস্টমস সূত্র নিশ্চিত করেন।

বেনাপোল কাস্টমস হাউসে কাস্টমস দিবসের উদ্ভোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
Total Page Visits: 42 - Today Page Visits: 1