সুমন চন্দ্র,দিনাজপুর(বোচাগঞ্জ)প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। প্রতি বছরের মতো জ্ঞানের আলো ছড়াতে আবারও আসছে বিদ্যার দেবী সরস্বতী। অগণিত ভক্ত পঞ্চমী তিথিতে আগামী ১ ফেব্রুয়ারি বুধবার বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন।সরস্বতী পূজা উপলক্ষ বোচাগঞ্জরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গ্রামে ও বাসাবাড়ীতে চলছে আগাম প্রস্তুতি। আর প্রতিমা কারিগররাও এখন সরস্বতী প্রতিমা তৈরীতে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।বোচাগঞ্জের বকুলতলা বাজারের কালি মন্দির প্রাঙ্গন ও কৃষি বইরাগী বাজার প্রাঙ্গণে চলছে ছোট বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরীর কাজ। উপজেলার আরো বিভিন্ন এলাকার প্রতিমা কারিগররা এসে বানিজ্যিক ভাবে প্রতিমা তৈরী করে বিক্রির জন্য গত দুই সপ্তাহ যাবত কাজ করছেন। ইতোমধ্যে সরস্বতী প্রতিমা তৈরীর কাজ শেষ মূহুতে এসেছে।সরস্বতি পূূজা উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠান হাতে নিয়েছে। বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে দেবী চরণে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা ইত্যাদি।প্রতিমা কারিগররা জানান, প্রতিটি সরস্বতী প্রতিমা সর্বনিম্ন ৬০০ এবং সর্বোচ্চ ১৫ শত টাকা মূল্যে বিক্রি করা হবে। একেক জন প্রতিমা কারিগর এ মৌসুমে প্রতিমা বানিয়ে প্রায় ১০/১৫ হাজার টাকা আয় করে থাকেন। প্রতিমা কারিগরি ভুপেন রায় জানান, আমরা সারা বছরই বিভিন্ন প্রতিমা তৈরী করি। এখন সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা বানাচ্ছি। সর্ব নিম্ন ৬ শত এবং সর্বোচ্চ ১৫ শত টাকা মূল্যের প্রতিমা তৈরী করছি এখন আমরা। তবে অনেকেই এখানে এসে অর্ডার দেয় তাদের পছন্দমতো প্রতিমার জন্য। রেডিমডও বিক্রি হয় ভালো।
পাঠকের মতামত...