ব্যবসায়ীদের পরামর্শ গ্রহণ করে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ব্যবসায়ীরা বিব্রত বা ক্ষতিগ্রস্থ হন এমন কোন পদক্ষেপ সরকার গ্রহণ করবে না। ব্যবসায়ীদের পরামর্শ গ্রহণ করে সরকার কাজ করছে। এসময় তিনি দাবি করেন, চাহিদা মোতাবেক সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
বাংলাদেশের পাটজাতপণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের অ্যান্ডি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক বলে মন্তব্য করে তিনি বলেন, ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য রপ্তারি ক্ষেত্রে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করছে। অথচ পাটপণ্য রপ্তানির উপর অ্যান্ডি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সবধরনের সহযোগিতা করেছে। এজন্য বাংলাদেশ ভারতের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ বিশ্বাস করে ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে সকল বাধা দূর করতে আন্তরিক হবে।