ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় (৩০জানুয়ারী) সোমবার রাতে ১০১৩ পিস ইয়াবা সহ কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ফুয়াদ কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে যানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার মডেল থানার ওসি (অপারেশন) ফয়েজুর রহমান এর নেতৃত্বে এ,এস,আই আল-মুনসুর ও এ,এস,আই ছালামকে সংঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব এলাকার চৌরাস্তা থেকে উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মনিরুজ্জামান খান ফুয়াদ কে ইয়াবা বিক্রি করার সময় আটক করা হয়। পরে ভালুকা মডেল থানার এ,এস,আই আল-মুনসুর বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী) ২০০৪ এর ১৯(১)এর টেবিল ৯(খ) ধারায় ভালুকা মডেল থানায় ৩০/০১/২০১৭ইং মামলা ধায়ের করেন । উল্লেখ্য ফুয়াদের বিরোদ্ধে এর আগেও মামলা বিচারাধীন রয়েছে ।