স্পোর্টস ডেস্ক: লা লিগার সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে মাঠে দেখা মিলবে অ্যাটলেটিকো মাদ্রিদের। শুক্রবার ড্রয়ের মাধ্যমে স্প্যানিশ কাপের ফাইনালে ওঠার এই সূচি নির্ধারিত হয়। অন্য সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিদায় করা সেল্টা ভিগোর প্রতিপক্ষ হিসেবে খেলবে আলাভেস।
প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা ও ১০ বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মধ্যকার প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। যেটি অনুষ্ঠিত হবে ভিসেন্তে কালদেরনে। আর ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে।
প্রসঙ্গত, ২৮ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের দু লেগ মিলিয়ে ৬-২ গোলে হারিয়ে ছিল রিয়াল সোসিয়েদাদকে। আর অ্যাটলেটিকো ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছিল এইবারকে।
পাঠকের মতামত...
Total Page Visits: 47 - Today Page Visits: 1