গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িতদের খুজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিকেলে জাতীয় সংসদে লিটন হত্যায় শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের দরবারে সম্মান পাচ্ছে ঠিক সেই সময়ে এ ধরনের হামলার ঘটনা ঘটল। লিটন হত্যার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে আমরা ধরব। তার হত্যাকারীদের খুজে বের করে বিচারের আওতায় আনা হবে।
লিটন হত্যায় শোক প্রকাশ করে তিনি বলেন, আমিও স্বজন হারিয়েছি। তাই স্বজন হারানোর বেদনা আমি বুঝি। লিটনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এসময় প্রধানমন্ত্রী দাবি করেন, গাইবান্ধা ১ আসনে লিটনের সময়ে যত উন্নয়ন হয়েছে তা আগে কখনও হয়নি।
পাঠকের মতামত...
Total Page Visits: 38 - Today Page Visits: 2