নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের প্রস্তাবিত নামের তালিকা জমা দিতে নয়াপল্টন থেকে রওয়ানা করেছে বিএনপি। মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন।
এদিকে এলডিপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ন্যাপ মোজাফফর, জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, জাসদ (ইনু), তরিকত ফেডারেশন সকাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দেয়।
এর আগে সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির কাছে নাম জমা দেয়ার আগে বিশেষ বৈঠক করছে বিএনপি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার আগে আরেকবার যাচাই বাচাই করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিনিধি দলের দুই সদস্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবার রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এবং সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।