রোকন মিয়া তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।পালিত দিবসে “উন্নয়নের অক্সিজেন রাজস্ব,জনকল্যাণে রাজস্ব” সেই স্লোগানকে সামন রেখে রাজস্ব বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়।
তাহিরপুর উপজেলাটির ৩টি শুল্ক ষ্টেশ বড়ছড়া,চারাগাঁও,বাগলী রাজস্ব কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে পালিত আন্তর্জাতিক কাস্টমস দিবস সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কয়লা আমদানিকারক গ্র্রুপের সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকার। পরবর্তীতে দ্বারা বাহিক ভাবে বক্তব্য রাখেন
সহকারি রাজস্ব কর্মকর্তা জাফর আহমেদ,আবদুর রহিম,হাফিজ,হাজি ফরিদ গাজী,এমএ রাহাত,জাহের আলী,
চম্পক তালুকদার,মগবুল হোসেন প্রমুখ।
এই সময় বিষেশ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বড়ছড়ার কাষ্টমস সুপার টি রুইয়া,পুলিশ,বিজিবি ও ব্যাবসায়ীকগন সহ গণমাধ্যমকর্মীগন।এছাড়া পালিত কাস্টমস দিবসে প্রায় ৫শতাধী জন মানুষের উপস্থিতি ছিল।
আলোচনা সভা শেষে রাত প্রায় ১০.৩০ মিনিট পর্যন্ত মনোজ্ঞ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সুন্দর সাবলীল ভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।