জাকির হোসেন রাজু ।।
একদিন হারিয়েছি যেতে ছেয়েছিলাম
অজানা-অচেনা কোনো এক ভূবনে।
যেখানে কেউ চিনতে পারেব না
তোমাকে-আমাকে এ জীবনে।
ছেয়েছিলাম তোমায় নিয়ে
তৈরী করতে একটি বাসা
যেখানে থাকবে শুধুই
ভালোবাসা।
২৮.০১.২০১৭
পাঠকের মতামত...
Total Page Visits: 51 - Today Page Visits: 9