বরিশাল : আবারো উত্তাল হয়ে উঠেছে বরিশাল সিটি কর্পোরেশন। বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। এতেও কাজ না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ৫ মাসের বকেয়াসহ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত বেতন প্রদান, প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ, বেতন বৈষম্য দূরিকরণ, উন্নয়ন কাজের নামে অনিয়ম রোধ এবং অপ্রয়োজনীয় জনবল বাতিলের দাবিতে এ কর্মবিরতি পালন করেন।
দুপুর ১টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলে। এ সময় তারা নগর ভবন চত্বরে জড়ো হন। কর্মবিরতির এক পর্যায়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইউনুস মিয়া।
উদ্ভুত পরিস্থিতিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, সিটি করপোরেশনের নিয়ম হচ্ছে নিজস্ব আয় দিয়ে জনবলের বেতন প্রদান করতে হবে। বিসিসির রাজস্ব আয় কম হওয়ায় বেতন বকেয়া পড়েছে। টাকা পেলেই বেতন দেয়া হবে। করপোরেশনের আয়ের চেয়ে ব্যয় বেশী হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
বরিশাল সিটি করপোশেনের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে ৫শ। অস্থায়ী কর্মচারীর সংখ্যা ৭৯ জন। তারা গত ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না। এছাড়া আউট সোর্সিংয়ের প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছেন না গত ২ মাস ধরে।