মোঃমোছাদ্দেক বিল্লাহ,কাঠালিয়ায়(ঝালকাঠি):
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে কেন্দ্রীয় মনোনয়ন বোড গোলাম কিবরিয়া সিকদারকে কাঠালিয়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
এদিকে বিএনপি থেকে দলীয় প্রাথী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা মো. সাব্বির আহম্মেদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নুপুর বিষয়টি নিশ্চিত করেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 33 - Today Page Visits: 2