নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশে ভারত রেলযোগাযোগের ক্ষেত্রে নীলফামারী জেলার চিলাহাটি ও কুচবিহার জেলার হলদিবাড়ীর মধ্যে দ্রুত রেল যোগাযোগ বাস্তবায়নে লক্ষ্যে পরিদর্শনে আসেন ভারতীয় ও বাংলাদেশের উর্ধ্বতন কতৃপক্ষ।
ভারত বাংলাদেশ চিলাহাটি-হলদিবাড়ী মধ্যে ১৯৬৫ সালে যুদ্ধের পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পূণরায় রেল যোগাযোগ পূর্ণ স্থাপন করার লক্ষ্যে উভয় দেশ রাজী হওয়াতে দুই দেশে বাংলাদেশ অংশে ৭.৫০ কিলোমিটার ও ভারতীয় অংশে ২.৭৫ কিলোমিটার রেলপথ সংষ্কার করার জন্য পদক্ষেপ গ্রহন করা হয়েছে। রেলপথের কাজ দ্রুত এবং সমস্যা গুলি চিনিহৃ করার জন্য ভারতীয় হাই কমিশনার ফাষ্ট সেক্রেটারী দীপাঞ্জন রায় এবং বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ডিরেক্টর কালীকান্তি ঘোষ সীমান্ত এলাকার জিরো পয়েন্ট পর্যন্ত রেল লাইন পরিদর্শন করেন। ভারতীয় অংশে রেলের উর্ধ্বতন কতৃপক্ষ সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ভারতীয় কতৃপক্ষের সঙ্গে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান, ভারতীয় রেলের পূর্বাচঞ্চলের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার দে ও বিভাগীয় প্রকৌশলী আর কে শিং জানান যে, আগামী জুন ২০১৭ মধ্যে ভারতীয় অংশে ২.৭৫ কি.মি রেল পথ সংষ্কার কাজ শেষ হবে এবং রেল গাড়ী ট্রাইল চলবে বলে আশা করেন। ভারতীয় হাই কমিশনার ফাষ্ট সেক্রেটারি জনান যে, ভারত বাংলাদেশে রেলওয়ের ৩টি লিং চালু হয়েছে ১টির কাজ চলছে চিলাহাটি হলদিবাড়ী হয়ে গেলে ৫টি লিং চালু হবে। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে ডেপুটি ডাইরেক্টর জানান যে, বাংলাদেশ অংশে ৭.৬০ কি.মি রেলপথ আগামী জুন ২০১৮ মধ্যে সংষ্কারের কাজ শেষ হবে এবং রেলগাড়ী চলাচল করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তে ভারত বাংলাদেশের উর্ধ্বতন কতৃপক্ষ রেল লাইন পরিদশর্ন
Total Page Visits: 55 - Today Page Visits: 1