স্টাফ করেসপন্ডেন্ট:
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ দারুল ইহসানের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দারুল ইহসান কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে দারুল এহসানের নামে সারা দেশে যত ক্যাম্পাস আছে তাদের কর্যক্রমের পরিসমাপ্তি ঘটল।
তিনি আরো বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুলে যারা সার্টিফিকেট বাণিজ্য করছে এটা তাদের জন্য একটা বার্তা।
পাঠকের মতামত...
Total Page Visits: 68 - Today Page Visits: 3