ঢাকা: রাজধানীর পশ্চিম নাখালপাড়ার বনফুল মোড় বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর পলাশ চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ১১টার দিকে পশ্চিম নাখালপাড়ার বনফুল মোড় বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি জানান, ‘আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে বস্তির অনেক ঘর পুড়ে গেছে। আবু জাফর নামের স্থানীয় বাসিন্দা জানান, বস্তির টিনের একটি ঘরে প্রথমে আগুন লাগে। পরে ধীরে ধীর অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
পাঠকের মতামত...
Total Page Visits: 52 - Today Page Visits: 1