এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : “নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে সবে” এ মহান উদ্ধৃতির মধ্যে দিয়ে মোরেলগঞ্জ উপজলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ-ই-আলম বাচ্চু। মোরেলগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ-ই-আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়া। আর এ দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করা। আর এজন্য দেশকে ভিক্ষুকমুক্ত করার বিকল্প নেই। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও মহানুভবতার ভিক্ষুক মুক্ত সমাজ গড়া সম্ভব। তাছাড়া মোরেলগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, মোরেলগঞ্জ উপজেলা ভিক্ষুক মুক্ত করতে ইতোমধ্যে যাচাই বাচাই সম্পন্ন সহ সকল ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রত্যেক ভিক্ষুককে স্বনির্ভরতা অর্জনে সহযোগীতার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমারা ভিক্ষা না দিয়ে ভিক্ষাবৃত্তিতে তাদের নিরুসাহিত করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসাইন। বক্তব্য রাখেন, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মুজমদার , সদর ইউপি চেয়ারম্যান মাহামুদ আলী, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান।

মোরেলগঞ্জকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনা
Total Page Visits: 38 - Today Page Visits: 1